দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বেলাল হোসেন (৫০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকালে সাড়ে ৯টার দিকে তাকে বেলকম শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে সন্ত্রাসীরা।
বেলাল হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আবু তাহের কোম্পানির বাড়ির মো. ইউনুস মিয়ার ছোট ছেলে।
নিহতের বড় ভাই মো. মোস্তফা সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছোট ভাই বেলাল হোসেন পরিবারের ভাগ্যন্নোয়নের জন্য ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন। সেখানে তাদের আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন রয়েছেন। সে দেশে যাওয়ার পর কিছুদিন চাকরি করেন। তারপর নিজেই ব্যবসা শুরু করেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি নিয়মিত বাড়ির সাথে যোগাযোগ রাখতেন। টাকা পয়সা পাঠাতেন। তার মৃত্যুর খবর জানার পর থেকে বাড়িতে চলছে শোকের মাতম। তার একমাত্র ছেলে মো. হাসান তার বাবার মৃত্যুর সংবাদ শুনে পাগল প্রায়।
বড় ভাই আরও জানান, তিনি ওই দেশে অবস্থানরত অন্যান্য স্বজনদের মাধ্যমে জানতে পারেন, কয়েক দিন থেকে স্থানীয় সন্ত্রাসীরা নিহত বেলালের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেছিলেন। তিনি সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করেন। চাঁদা না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে তাকে নিজের দোকানে গুলি করে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
আবদুল্লাহ আল–মামুন/ শায়লা/ দীপ্ত নিউজ