বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

ইতিহাস গড়ে উম্বলডন জিতলেন ভন্দ্রুসোভা

Avatar photoআল আমিন

 

 

টেনিসে পুরুষ এককে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন। আরেকটি জিতলে ছোঁয়া হবে মেয়েদের লিজেন্ড মার্গারেট কোর্টকে। পাশাপাশি নোভাক জোকোভিচের সামনে অষ্টম উম্বলডন জয়ের হাতছানি। এমন সমীকরণে রাতে উম্বলডনের ফাইনালে জোকো মুখোমুখি হবেন কার্লোস আলকারাজের।

অন্যদিকে, মেয়দের এককে অবাছাই খেলোয়াড় হিসেবে গ্রাসকোর্টে নেমেই বাজিমাত করলেন চেক রিপাবলিকের মার্কেতা ভন্দ্রুসোভা।

উইম্বলডনে সেন্টার কোর্টে শনিবার ( ১৫ জুলাই) নারী এককের ফাইনালে, দুজনকেই হাতছানি দিচ্ছিল ইতিহাস, জ্যাবুয়েরের সামনে হাতছানি ছিল আরব ও আফ্রিকার প্রথম নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের। আর ভন্দ্রুসোভার সামনে ছিল আরও বড় রেকর্ডের সুযোগ; টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের।

কী অদ্ভূত মিল নিয়েই না কোর্টে নেমেছিলেন দুজন। এর আগে দুজনেরই দুইবার করে ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে। অথচ মাঠে দুজন পেয়েছেন দর্শকদের দুইরকম প্রতিক্রিয়া।

প্রথম সেটে শুরুতে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড়িয়ে ৬৪ গেমে জয়ের পর বরং দর্শকদের দুয়ো শুনতে হয়েছে ভন্দ্রুসোভাকে।

অবিচল থেকে দ্বিতীয় সেটেও ষষ্ঠ বাছাই তারকাকে একই ব্যবধানে হারিয়ে দেন। মাত্র ১ ঘন্টা কুড়ি মিনিটেই লেখা হয়ে যায় ইতিহাস।

গ্রাস কোর্টের এই টুর্নামেন্টে এবারের আগে কখনও দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেনন, তিনি এবার রাজকীয় ভঙ্গিমায় দাঁড়ালেন উইম্বলডনের ব্যালকনিতে। গেলো উইম্বলডনের কব্জিতে প্লাস্টার নিয়ে হতাশ সময় কাটানো ২৪ বছর বয়সী চেক তরুণী এবার রীতিমত তারকা।

 

 

 

আল/ দীপ্ত সংবাদ

 

 

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More