শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আজ চূড়ান্ত হতে পারে নতুন রাজনৈতিক দলের তালিকা

Avatar photoআল আমিন

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া তালিকা আজ (১৬ জুলাই) চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। এদিন নির্বাচন ভবনে কমিশন সভায় নতুন দল নিবন্ধন দেয়ার বিষয়টি তোলা হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আউয়াল কমিশনের ২১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শুরু হবে।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, ‘কমিশন বৈঠকে দুটি এজেন্ডা রয়েছে। একটি হচ্ছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও আরেকটি নেত্রকোনা৪ আসনের উপনির্বাচন।

এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে দেশে বেশ আলোচনা চলছে। সংক্ষিপ্ত তালিকায় ১২টি রাজনৈতিক দলের নাম রয়েছে। দলগুলো হচ্ছেএবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ২১টি জেলা ও ১০০টি উপজেলা কিংবা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ জন ভোটার থাকার নিয়ম রয়েছে। দুই দফায় এসব দলের মাঠ কার্যালয় ও কমিটি যাচাই করেছে ইসি।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More