বরিশাল–ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীববাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন চারজন।
শনিবার (১৫ জুলাই) দুপুর দুইটার দিকে বরিশালের বাবুগঞ্চে উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলস বাসের সাথে মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার ও বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা মোঃ নাদিমের মৃত্যু হয়।
আহত ৫ জনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক কলসগ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ও ট্রলি চালক এমদাদুল হক (৩২) কে মৃত ঘোষনা করেন।
বাকী ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, বাসের কোন যাত্রী আহত হয়নি কিন্তু বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে।
জুয়েল/এসএ/দীপ্ত নিউজ