মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে প্রথম দুই ম্যাচ জিত্র সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। প্রথম ম্যাচে বেশ দাপুটে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে নাটকীয় ভাবে জয় তুলে নেয় হারমানপ্রিতের দল। শেষ দুই ওভারের চমকে ৮ রানের জয় তুলে নিয়েছিল তারা। এবার তাদের লক্ষ্য হোয়াইটওয়াশের দিকে। দারুন ফর্মে রয়েছে সফরকারী দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।
অন্যদিকে সিরিজ হেরে গেলেও, শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করতে চায় নিগার সুলতানার দল। ব্যাট হাতে ভালো পারফর্ম করেও আগের ম্যাচে দলকে জেতাতে পারেন নি টাইগ্রেস অধিনায়ক। আগের ম্যাচে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় জয় হাতছানি হয়। শেষ দুই ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগ্রেসরা। তাই এই ম্যাচে ভুল শুধরে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় তারা।
এরপর মিরপুরে ১৬ জুলাই থেকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু‘দল।
ইমাম/ দীপ্ত নিউজ