বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে গেছে। বুধবার (১২ জুলাই) ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলা সদরে হাজী এম এ কালাম সরকারি কলেজের উত্তর পাশে পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভোররাতের দিকে হঠাৎ এক চায়ের দোকান থেকে ধোঁয়া দেখতে পান বাজারের ব্যাবসায়ী রফিক। এসময় তিনি আগুন আগুন বলে চিৎকার দিলে পাহারাদার, অন্যান্য ব্যাবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু বেশির ভাগ দোকান কাঁচা হওয়ায় মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের রামু থেকে ২টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭ টি দোকান ও দোকানের মাল। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।‘
এসব দোকানে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হবে বলে জানান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
সকাল সাড়ে ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি‘র জোন কমান্ডারের একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকানদারকে তাৎক্ষণিক আর্থিক অনুদান দিয়েছেন মো. সৈয়দ নুর নামে এক প্রবাসী।
ক্যমুই অং মারমা/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ