নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের কাফুরিয়া বাজারে পাওনা টাকা চাওয়ার কারণে কালাম নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই এলাকার কামাল হোসেনের বিরুদ্ধে।
বুধবার (১২ জুলাই) সকাল ৭ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফুজি পাড়ার আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল একই গ্রামের পশ্চিম পাড়ার শুকচানের ছেলে।
স্থানীয়রা ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানায়, ‘রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল একই এলাকার দরিদ্র কলা চাষী কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা ক্রয় করে। কলা ক্রয় করার পর থেকেই কামাল টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করে। বুধবার সকাল সাতটার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম ওই পাওনা টাকা চায়। এতে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এ সময় কামাল পাশে খড়ির আড়ত থেকে একটি খড়ি তুলে নিয়ে এসে কালামকে পিটায়। এতে কালাম আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এই ঘটনা দেখে লোকজন কালামকে সাহায্য করতে এগিয়ে আসলে কামাল দৌড়ে পালিয়ে যায়।‘
নিহতের পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সাহেদুল আলম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ