আজ বিএনপি রাজধানীতে সরকার পতনে এক দফা ঘোষণা ও গণশক্তি প্রদর্শনে সমাবেশ ডেকেছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিএনপি সমাবেশ করবে নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি। পাশাপাশি নিজেদের শক্তির জানান দিতেও প্রস্তুত তারা। সবমিলে ১০ লাখ লোকের জমায়াত দেখাতে চায় ক্ষমতার বাইরে থাকা বড় এ দলটি। তাদের আশা, মানুষ তাদের ‘ভোটাধিকার’ ফিরে পেতে এ সমাবেশে যোগ দেবে।
দলীয় সূত্র জানায়, আজকের সমাবেশের পর আগামী দু–এক দিনের মধ্যে গণ–অনশন কিংবা বিক্ষোভ সমাবেশ অথবা মিছিলের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি শুরু হতে পারে। এরপর পদযাত্রা, অবস্থান ধর্মঘট এবং সবশেষে ঘেরাও কর্মসূচিতে যাবে দলটি।
অন্যদিকে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারাও বিএনপির এক দফার প্রেক্ষাপটে শান্তি সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জনগণ যে আওয়ামী লীগের সাথে আছে, সমাবেশের উপস্থিতির মধ্যদিয়ে সেটি দেখাতে চায় দলটি।
আজকের সমাবেশে ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতা–কর্মী অংশ নেবেন। প্রস্তুতিও শেষ হয়েছে। সবমিলে এক লাখ লোকের উপস্থিতি নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন দলটি।
আফ/দীপ্ত নিউজ