বিদেশি দূতদের এই সফর রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন পররাষ্ট্রনীতি বিশ্লেষকেরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এখন ঢাকায়। মঙ্গলবার (১১ জুলাই) আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কুটনীতিক উজরা জেয়া ও ডোনাল্ড লু।
বিশ্লেষকেরা বলছেন, বিদেশিদের আস্থা বাড়াতে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতায় অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।
পররাষ্ট্রনীতি বিশ্লেষকেরা বলছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করাই বিদেশি দূতদের সফরের মূল লক্ষ্য। এ সফরে নির্বাচনের পাশাপাশি ব্যবসা–বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের বিষয়ও গুরুত্ব পাচ্ছে।
তাঁরা মনে করেন, বিশ্বের সামনে গ্রহণযোগ্য নির্বাচন তুলে ধরতে, বড় দুই দলের অংশগ্রহণের বিকল্প নেই।
নির্বাচনের আগে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসবেন।
আফ/দীপ্ত নিউজ