কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার এক বছর পার হলেও হত্যাকান্ডের রহস্য উৎঘাটন ও প্রকৃত খুনিদের গ্রেফতার না করার প্রতিবাদসহ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুষ্টিয়া প্রেসক্লাব।
সোমবার (১০জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল–মামুন সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া রিপোর্টার ক্লাবের সভাপতি গোলাম মওলা, এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি হাসান আলী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ জেলা প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ উদ্বেগ–উৎকন্ঠা প্রকাশ করে বলেন, ‘রুবেল হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও এঘটনার কোন কুল কিনারা বের করা বা হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনসহ কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা খুঁজে বের করতে দৃশ্যত: একটা নূন্যতম সন্তোষ জনক সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছেন মামলাটির তদন্ত সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনী।
রুবেল হত্যাকান্ডের ঘটনাটি নিরেট অস্বচ্ছ ও অন্ধকার হিমাগারে গতি শুন্যতায় পড়ে আছে বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, আইজিপি, মহাপরিচালক র্যাব, অতি: আইজিপি নৌ–পুলিশ, ডিআইজি খুলনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।
আল / দীপ্ত সংবাদ