জেলে যাওয়ার উদ্দেশ্য সফল করতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে নাসির উদ্দিন (২৮) নামে এক যুবক।
শনিবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কেচি গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ একটি বেলচা নিয়ে প্রতিটি কক্ষের থাইগ্লাস ভাঙচুর করতে থাকে। মাত্র দশ মিনিটের মধ্যে মুক্তিযোদ্ধা কর্ণার, জেলা প্রশাসকের কক্ষ, প্রশাসনিক কর্মকর্তার কক্ষসহ দশটি কক্ষের ৩১ টি জানালা ভাঙচুর করে। একই সঙ্গে নেজারত শাখার প্রিন্টার মেশিন ও চেয়ার ভাঙচুর করে সে।
আটক নাসির উদ্দিন ঠাকুরগাঁও হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারি জানিয়েছে পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পেতে তিনি জেলে যেতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্য সফল করতেই এই হামলা অভিযান তিনি চালিয়েছেন।
সদর থানার উপ পরিদর্শক মামুন জানান, আমি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে ঘটনা দেখতে পাই। আটকাতে গেলে সে আমার মাথায় আঘাত করে। আমার মাথায় দুইটি সেলাই পরেছে। তবে তৎক্ষণাৎ তাকে আটক করে আমি থানায় নিয়ে এসেছি।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
মঈনুদ্দীন/এসএ/দীপ্ত নিউজ