সাতক্ষীরায় রশি দিয়ে ঝুলে মোবাইল শোরুম থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামী নূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।
শুক্রবার জয়পুরহাট জেলার পাচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।
সজীব খান জানান, ২১ জুন রাতে সাতক্ষীরার সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চোরচক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রঘুনাথ খাঁ/এসএ/দীপ্ত নিউজ