রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাপ্পু নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার(৮ জুলাই) রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ‘শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন রোগী।
তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে পাপ্পু নামের একজনের মৃত্যু হয়েছে। পাপ্পু ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।‘
রাজশাহীতে স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি, সকলেই রাজশাহী জেলার বাইরে থেকে আক্রান্ত হয়ে এসেছে ।
আদনান/পূর্ণিমা/দীপ্ত সংবাদ