‘এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করো, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করো‘ স্লোগানে বরগুনায় এক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় শহরের পশ্চিম বরগুনা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জনাকীর্ণ স্থান প্রদক্ষিণ করে টাউনহল অগ্নি ঝড়া একাত্তরের পাদদেশে এসে র্যালীটি শেষ হয়।
জাগোনারী, ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডিবেটের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালীতে বরগুনা সাইক্লিং কমিউনিটির (বসিসি) তরুণরা অংশ নেয়।
র্যালীর পূর্ব আলোচনায়, নাগরিক আন্দোলনের কর্মী, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে কর্মসূচি সমন্বয়কারী মো. গোলাম মোস্তফা, বরগুনা সাইক্লিং কমিউনিটির এডমিন এহসান আহমেদ নোমানসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যুতের স্থায়ী সমাধানে বক্তারা ‘মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্লান‘ এর আলোকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে শতভাগ নবায়নযোগ্য জ্বালানীতে অর্থায়ন এবং অনুমোদিত সকল এনএলজিভিত্তিক বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবিসহ বাংলাদেশের বিদ্যুৎ খাতে জাপানের দেওয়া ভুল সমাধানেরও বিরোধীতা করেন।
বক্তারা জানান, ‘বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও সাম্প্রতিক সময়ের লোড শিডিং বিপর্যয়ের জন্য আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানী ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের আধিক্য দায়ী বলে মনে করেন। স্বল্প মূল্যের স্থায়ী নবায়নযোগ্য জ্বালানীভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণ করলে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় কমে আসবে।‘
শাহ্ আলী / পূর্ণিমা/ দীপ্ত সংবাদ