স্বাদে ঝাল বেশি বা কম থাক, দামের ঝাল যেন কমছেই না কাঁচা মরিচের। আমদানি অব্যাহত থাকলেও বাজারে দাম কমার প্রভাব নেই বললেই চলে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আড়াইশ থেকে ৩০০ টাকায়। যা খুচড়া পর্যায়ে আরও বেড়ে যাচ্ছে।
বিক্রেতারা জানান, ‘বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে মরিচ পঁচে নষ্ট হওয়ায় এবং সরবরাহ কম থাকায় আমদানি করেও পণ্যটির লাগাম টানা যাচ্ছে না।‘
তবে বাজারে কেবল কাঁচা মরিচ নয়, আলুসহ অন্যান্য সবজিরও দাম বেশ চড়া বলে অভিযোগ ক্রেতাদের।
কোরবানী ঈদকে কেন্দ্র করে কাঁচা মরিচের দাম বাড়লেও এখন পর্যন্ত কমেনি। ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে ওঠানামা করছে এর দাম।
কাঁচা মরিচের এমন দামবৃদ্ধিতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। অতিরিক্ত দামের কারণে মরিচ না কিনেই চলে যান তারা।
বিক্রেতারাও আছেন মহা মুশকিলে কেননা, মরিচ বেশিদিন রাখা যায় না। তাই বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে তাদের।
পূর্ণিমা/দীপ্ত সংবাদ