ফেনীতে কাঁচা বাজারের আড়তে মূল্য তালিকা ও পাকা ভাউচার না থাকায় দুই আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ফেনী শহরের বড় পাইকারি কাঁচা বাজার দাউদপুর এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া।
ভোক্তা অধিকার জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে দুপুরে ফেনী শহরের দাউদপুর এলাকার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মুল্য তালিকা প্রদর্শন না করায়, ও ভাউচার সংরক্ষণ না করায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো সোনাগাজী বানিজ্যালয়, যাকে ৫ হাজার ও মেসার্স সিরাজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ