নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পাইপ গান, দুটি কার্তুজ, তিনটি ছুরি, তিনটি বাটালি এবং একটি টিন ও তালা কাটার কেচি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(৬ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রতনেরখিল গ্রামের সফি উল্যার ছেলে বেলাল (৩৭), জালিয়াকান্দি এলাকার আবুল কালামের ছেলে মনির (৩০) ও বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে জাকির হোসেন (৩৬)।
পুলিশ জানায়, ‘ বুধবার (৫ জুলাই) রাতে বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় আমির উদ্দিন হাজী বাড়ির সামনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালায় সোনাইমুড়ী থানা পুলিশের দল। অভিযানকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি খড়ের স্তুপ থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে‘।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর থানায় ডাকাতি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় ১২টির অধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে‘।
এ.এস.এম.নাসিম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ