ঐতিহাসিক টেস্ট ক্রিকেট সিরিজ অ্যাশেজের তৃতীয় টেস্টে বৃহস্পতিবার (৬ জুলাই) লিডসের হেডিংলিতে বিকেল ৪ টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে বেশ ভালো অবস্থানেই রয়েছে অজিরা। তাই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে তৃতীয় টেস্টেও জয় তুলে সিরিজ নিশ্চিত করতে চাইবে সফরকারীরা। এছাড়াও দীর্ঘ ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের হাতছানি অজিদের সামনে।
অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে জয়ের কাছে গিয়েও হারতে হয় ম্যাককালামের শিষ্যদের। তাই এই টেস্টে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। অফ ফর্মে থাকা পেসার অ্যান্ডারসনকে একাদশ থেকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়াও জশ টং এবং ওলি পোপের বদলে ক্রিস ওকস ও অলরাউন্ডার মঈন আলীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে ইংলিশদের জন্য আত্মবিশ্বাস কাজ করবে এই মাঠে তাদের দুর্দান্ত স্মৃতি। ২০১৯ সালে এই মাঠেই অ্যাশেজের ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছিলেন বেন স্টোকস। তার দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে অজিদের ১ উইকেটে হারিয়েছিল তারা।
ইমাম/দীপ্ত নিউজ