২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় এসডিজি ট্রাস্ট ফান্ড করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার ঢাকায় আয়োজিত সংলাপে তারা আরো বলেন, দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নতি কতটা হচ্ছে তার পর্যালোচনা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে, এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। উন্নত রাষ্ট্রে পৌঁছাতে যেসব প্রতিবন্ধকতা আছে এবং ঘোষণার পর যেসব চ্যালেঞ্জের সন্মুখীন হতে হবে– তার কতটুকু মোকাবিলা করতে প্রস্তুত বাংলাদেশ। এমন প্রশ্নের উত্তর খূঁজতে এডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বুধবার এক সংলাপের আয়োজন করে।
এতে অংশ নেন জনপ্রতিনিধি, অর্থনীতিবিদ, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, দেশে বড় বড় অবকাঠামো গড়ে উঠলেও, উন্নত দেশ হওয়ার পথে কতটা এগিয়েছে তা চিন্তার বিষয়।
উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার পথে সবাইকে সমানতালে এগিয়ে নিতে এসডিজি ট্রাস্ট ফান্ড করার প্রস্তাব দেন বক্তারা। এসময় বক্তারা আরও জানান, করোনা মহামারির কারনে সৃষ্ট আড়াই কোটি দরিদ্র জনগোষ্ঠিকে পাশে ফেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।