শনিবার, অক্টোবর ৪, ২০২৫
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

মাজার সম্পর্কে নেতিবাচক বয়ানে চাকরি হারালেন মসজিদের খতিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাজারে সিজদা ও ওরশ সম্পর্কে নেতিবাচক বয়ান করায় চাকুরি হারালেন মসজিদের খতিব মাওলানা মো. আয়াতুল্লাহ ইরফান। ফেনীর সোনাগাজী উপজেলার দৌলতকান্দি আবুল মামার দরবার শরীফ জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাসখানেক আগে জুমার নামাজের বয়ানে মাজারে সেজদা ও ওরশ সম্পর্কে নেতিবাচক বয়ান করেন খতিব। এতে দরগা মাজার পন্থি মুসল্লীরা তার ওপর ক্ষিপ্ত হয়। ২১ জুন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুন খতিবকে ঢেকে পরবর্তী জুমা থেকে মসজিদে না আসতে অনুরোধ করেন।

ঘটনা জানাজানি হলে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, মহাসচিব মাওলানা শরীফ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এসময় খতিবকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে দাবি করে ঘটনার নিন্দা জানান তারা।

হারুন বলেন, খতিব তার বয়ানে ধর্মীয় বিতর্কিত বক্তব্য প্রদান করে আসছেন। তাকে মৌখিকভাবে বললেও তিনি সংশোধন না হওয়ায় তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। তবে অব্যাহতি দিলেও তাকে আগামী ২ মাসের অগ্রিম বেতন প্রদান করা হবে।

ভুক্তভোগী খতিব বাদী হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার বিকালে থানার এসআই ছায়েদুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনাগাজী থানার ওসি খালেদ হোসেন জানান, খতিবের লিখিত অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

আলমামুন/সএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More