বেশ কয়েকদিন ধরেই অস্থির কাঁচা মরিচের দাম। কোরবানী ঈদকে কেন্দ্র করে দাম বাড়লেও এখন পর্যন্ত কমেনি। এরপর দাম কমানোর লক্ষ্যে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানী করলেও কোন প্রভাব পড়েনি নওগাঁর কাঁচা বাজারে।
বুধবার (০৫ জুলাই) প্রতিকেজি কাঁচা মরিচ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৩৫০–৪০০টাকায়। গত সোমবার এই কাঁচা মরিচের দাম কমে প্রতিকেজি ১৮০–১৯০ টাকায় বিক্রি হলেও তা আবার বৃদ্ধি পেয়ে গতকাল মঙ্গলবার থেকে ৩শত টাকার উপরে বিক্রি হচ্ছে।
অপরদিকে একদিনের ব্যবধানে আদার দাম কেজি প্রতি কমেছে ২শত টাকা। ভারতীয় আদা প্রতিকেজি বিক্রি হচ্ছে ২শত টাকা আর দেশী জাতের আদা বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি। এছাড়া পেঁয়াজ ও রসুন আগের দামেই বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে আমদানী কম থাকার কারণে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।
অপরদিকে বাজারে কাঁচা মরিচসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে চরম ভাবে হিমশিম খেতে হচ্ছে নিম্ম ও মধ্যআয়ের মানুষের।
আব্দুর রউফ/ শায়লা/ দীপ্ত সংবাদ