বিএসটিআই’র অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়, প্যাকেজিং ও বাজারজাতকরণের সনদ না থাকা, খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই ট্রেডমার্ক, মূল্য ও পণ্যের পরিমাণ উল্লেখ না থাকায় ফেনীর দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ফেনী জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা ও পূদম পুষ্প চাকমা।
বিএসটিআই কুমিল্লা অফিস সূত্র জানায়, ফেনীর ট্রাংক রোডের জয় গোপাল দধি ভান্ডার পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (দধি) ও রসমালাই পণ্য উৎপাদন ও বিক্রয় করায় ‘ওজন ও ও পরিমাপ মানদন্ড আইন–২০১৮‘ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ম্যানেজার রাজু ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়, পণ্য প্যাকেজিং ও বাজারজাতকরণের সনদ না থাকা, মোড়কে বিএসটিআই ট্রেডমার্ক, মূল্য উল্লেখ না থাকায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ফেনীর মহিপালের নিউ ফুলকলি সুইটস এন্ড কনফেকশনারীর স্বত্তাধিকারী কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কর্মকর্তা কাজী শাহান, ফিল্ড অফিসার আরিফ সহ বিএসটিআই প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।
বিএসটিআই কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ