শামসুদ্দিন আহমেদ (শাম) ফাউন্ডেশন কুষ্টিয়ার অস্বচছল পরিবারের অদম্য মেধাবীদের কর্ম পরিকল্পনায় ‘আলোকন‘ নামে এই প্রথম পত্রিকা প্রকাশে অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার (২ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী ২৫ শিক্ষার্থীর প্রাণবন্ত ও চমৎকার উপস্থাপনায় এ অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে শাম ফাউন্ডেশনের প্রথম পত্রিকা ‘আলোকনে‘র মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন খুলনা বিভাগের একজন জয়িতা মা, স্থানীয় মো. ইছা চ্যারিটির কর্ণধার নূরুন্নাহার বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ডিওএইচএস মিরপুরের ফিটনেস ফ্রেন্ডস্ এর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রশিদ মৃধা ও তার সহধর্মিণী বিশিষ্ট সংগীত শিল্পী শারমিন ইসলাম, কুমারখালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, কবি ও নাট্যকার লিটন আব্বাস, শিশু একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও গবেষক সোহেল আমিন বাবু এবং ফাউন্ডেশনের স্বচ্ছাসেবী কর্মীরা।
শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন শারমিন ইসলাম এবং স্থানীয় শিল্পী মানিক ও রফিক।
উল্লেখ্য, শাম ফাউন্ডেশন গত ২০২২ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার অস্বচছল পরিবারের মেধাবী শিক্ষার্থী যারা সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এ অধ্যয়নের সুযোগ পেয়েছে, তাদের জন্য চার বছরব্যাপী বৃত্তি কর্মসূচি চালু করেছে। এরই ধারাবাহিকতায় শাম ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে ডিওএইচএস মিরপুর, ঢাকা এবং কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অস্বচ্ছল পরিবারের দুই মেধাবী শিক্ষার্থীকে দুইটি ল্যাপটপ প্রদান করে। প্রতি বছরই শিক্ষার্থীদের বাছাই করে বৃত্তি কর্মসূচির আওতায় আনবে বলে পরিকল্পনা রয়েছে শাম ফাউন্ডেশনের।
আফ/দীপ্ত নিউজ