দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে নামানোর পাশাপাশি বাজার কন্ট্রোলের জন্যও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। সোমবার (৩ জুলাই) দুপুরে কামাল কাছনার নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বানিজ্যমন্ত্রী বলেন, ‘সুযোগ সন্ধানীদের কারণে কখনও কখনও কিছু পণ্যের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে নামানোর জন্য কাজ করছি। সারা বিশ্বে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। সেই সাথে বাজার কন্ট্রোলের জন্যও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।‘
তিনি বলেন, ‘বাজার কন্ট্রোলে সবসময় শতভাগ সফল হচ্ছি তা বলছি না, তবে চেষ্টা অব্যাহত থাকে।‘
টিপু মুনশি বলেন, ‘কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে শীঘ্রই দাম কমে যাবে। ঈদ ও বৃষ্টির কারণে পরিবহনের একটু সমস্যা হয়েছে যেটাকে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সুযোগ নিয়েছিল, দু–একদিনের মধ্যে দাম কমে আসবে। এই সুযোগ সন্ধানীরা সবসময় এই সুযোগ টা নেয়। তবে আমদানী করায় কাঁচা মরিচের দাম কমে আসবে।‘
পরে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এবং জেলা, মহানগর ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রীরা।
পরে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাবলুর রহমান বারী/আফ/দীপ্ত নিউজ