অবশেষে ১১ ঘন্টা পর ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলের ট্যাঙ্কার সাগর নন্দিনী–২ এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় ট্যাঙ্কার সাগর নন্দিনী–২ এ আবারও বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
জানা যায়, সোমবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে নিখোঁজদের সবগুলো মরদেহ উদ্ধার শেষে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নেয়ার সময় আবারও বিকট শব্দে কেঁপে ওঠে পুরো শহর। এতে সেই একই ট্যাঙ্কার সাগর নন্দিনী–২ এ আবারও বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
এ সময় প্রাণ রক্ষায় নদীতে ঝাঁপিয়ে পড়ে জাহাজে পুলিশ ও তেলের ট্যাঙ্কারের কর্মীরা। তাদের মধ্যে ২ পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ হয়ে আহত হন।
উল্লেখ গত শনিবার দুপুরে আগুন লেগে ৪ জন নিহত হন। তাদের লাশ উদ্বার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খালিদ হাসান/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ