নাটোরের নলডাঙ্গা হতে ধর্ষণ ও চুরি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামি মোঃ মিলন (৪০) কে গ্রেফতার করেছে র্যাব–৫। মঙ্গলবার (০৪ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব–৫, নাটোর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নাটোর সদর থানার ধর্ষণ ও চুরি মামলার এজাহার নামীয় পলাতক আসামি মো. মিলন (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন নাটোর শহরের মল্লিকাটি এলাকার মোঃ মুসার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ্য যে, ভিকটিম তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে আসামি মিলন প্রতিনিয়ত তাকে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। ভিকটিম উক্ত কুপ্রস্তাবে রাজি না হলে আসামি বিভিন্ন সময়ে তাকে ভয়–ভীতি ও হুমকি প্রদান করত। আসামির কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক পর্যায়ে আসামি মিলন ও তার অপর দুই সহযোগীর সহায়তায় গত ৫ জুন রাতের বেলায় ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে মারধর করে জোরপূর্বক শারীরিক সর্ম্পক স্থাপন করে এবং ভিকটিমের নিকটে থাকা স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়।
উক্ত বিষয়ে ভিকটিম বাদী হয়ে নাটোর সদর থানায় মিলনসহ তার সহযোগিদের বিরুদ্ধে ৮ জুন ২০২৩ তারিখ এজাহার দায়ের করেন। এজাহারের পর থেকে গ্রেপ্তার এড়াতে মিলন ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়। এতে র্যাব আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযানে নামে।
পরে মঙ্গলবার ভোরে ধর্ষণ ও চুরি মামলার পলাতক প্রধান আসামি মো. মিলনকে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত প্রধান আসামি মিলনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাহেদুল আলম/শায়লা/দীপ্ত সংবাদ