গভীর সাগর থেকে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল খালাশ যুগে প্রবেশ করলো বাংলাদেশ, সৌদি আরব থেকে আসা এমটি হোরে নামের একটি জাহাজ থেকে ৮২ হাজার মেট্রিক টন তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বিকাল থেকে৷
দীর্ঘ প্রতীক্ষার পর সাগরের তলদেশে পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে তেলবাহী ট্যাংকার থেকে এই জ্বালানি তেল খালাস শুরু হয়েছে। এর মাধ্যমে আরো এক ধাপ নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ ।
রবিবার (২ জুলাই) বিকেল চারটায় সৌদি আরব থেকে আসা জাহাজ এমটি হোর থেকে ভাসমান মুরিংয়ের সাথে পাইপলাইন স্থাপনের মাধ্যমে শুরু হয় এই তেল খালাসের কার্যক্রম।
বন্দর চেয়ারম্যান জানান, এর মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সময়ও বেঁচে যাবে। আগে যেখানে তেল খালাস হতে সময় লাগত ১২–১৫ দিন এখন তা ৪৮ ঘন্টার মধ্যেই খালাস করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে তা আবারো প্রমাণিত হল।
তেল খালাস প্রক্রিয়ার সময় বন্দরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
রুনা আনসারী/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ