আমাদের জীবনে সময়ের মূল্য অনেক। সময়ের কাজ সময়ে শেষ করতে না পারলে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়। সময়কে আমরা নদীর স্রোতের সঙ্গে তুলনা করতে পারি। যা শুধু সামনের দিকে এগিয়ে চলে; পেছনে ফিরে তাকায় না। তাই আমাদের সময়ের কাজ সময়ে শেষ করা উচিত।
অনেক সময় আমরা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন জমা দেয়ার জন্য অতিরিক্ত সময় পেলে কাজ শেষ না করে রেখে দেই। ফলে আমাদের নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হিমশিম খেতে হয়। সেসময় আমরা স্ট্রেস বা মানসিক চাপে আক্রান্ত হয়ে পড়ি। তাই নিজের প্রয়োজনে সময়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ রাখা দরকার। কীভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবেন তার জন্য মেনে চলুন কিছু সহজ টিপস।
কাজের প্রতি অগ্রাধিকার
কর্মক্ষেত্রে দেখা যাবে অনেক সময় অন্যের কাজের চাপ মাথায় এসে পড়বে। প্রয়োজনে কাজটি শেষ করতে হবে। তবে নিজের কাজটি আগে শেষ করুন।
গুছিয়ে কাজ করুন
আমরা অনেকেই অগোছালোভাবে কাজ করি। এতে অতিরিক্ত সময়ও অপচয় হয়। যেকোনো কাজই গুছিয়ে করতে হবে। গুছিয়ে কাজ করলে অর্থ এবং সময় উভয়ই বেঁচে যাবে। আপনি যখন যেই কাজটি করবেন শুধু সেই কাজের সরঞ্জাম কাছে রাখুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র দূরে রাখুন। এতে করে আপনার সময় নষ্ট হবে না।
অন্যের দোষ না খোঁজা
অনেকেই নিজের কাজ ফেলে অন্যের দোষ খুঁজে বেড়ায়। অন্যের দোষ না খুঁজে নিজের কাজে মনোযোগী হতে হবে। এতে করে আপনার সময় নষ্ট হবে না। সময়কে নিয়ন্ত্রণ করা না গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই অন্যের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দিন।
শায়লা/ দীপ্ত সংবাদ