সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। রবিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে ভারতীয় কাঁচামরিচবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে শুরু করে।
আমদানি করা প্রতি টন কাঁচামরিচের এলসি মূল্য ধরা হয়েছে ৪৫০ মার্কন ডলার। এতে প্রতি কেজি কাঁচামরিচের দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা। খুচরা বিক্রি হবে ৬০ থেকে ৭০ টাকায়।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পাঁচ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে ভোমরা বন্দর চালু হয়েছে। এদিন বেলা ৩টা পর্যন্ত ৬টি ট্রাকে কাঁচামরিচ এসেছে। সোমবার আরও ১৫ ট্রাক কাঁচামরিচ আসার কথা রয়েছে। আশা করা যায়, এতে দেশের বাজারে কাঁচামরিচের দাম কমবে।
রঘুনাথ খাঁ/মাসউদ/দীপ্ত সংবাদ