রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ডায়রিয়া আক্রান্তে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুন) বিকেলে সাজেকের দুর্গম লংতিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গিরি ত্রিপুরা (৩৫) নামে এক ব্যক্তি মারা যান।
এর আগে, একই পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে সাজেকে জুন মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজন।
শুক্রবার রাত ১০টায় সাজেকের লংতিয়ান পাড়ার দায়িত্বে থাকা এক স্বাস্থ্য সহকারী জানিয়েছেন, শুক্রবার বিকেলে মারা যাওয়া গিরি ত্রিপুরা বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলের দিকে ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তের ২৪ ঘন্টার মধ্যেই মারা যান গিরি ত্রিপুরা। এর আগে, সাজেকে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন। ওই সময় তাকে কলেরার স্যালাইনও দেয়া হয়েছিল। এরপর দীর্ঘদিন জুমে ছিলেন। জুম ক্ষেত থেকে ফিরে আসার পর বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত হন এবং ২৪ ঘন্টার মধ্যেই মারা যান।
এদিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট গঙ্গারাম এলাকার রেতকাবা নামক এলাকায় শুক্রবার দুপুরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অর্পিতা চাকমা (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, শুক্রবার সাজেক ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত হয়ে একজন ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক শিশু মারা গিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ জুন সাজেক ইউনিয়নের দুর্গম লংতিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা যান। এরপর স্বাস্থ্য বিভাগের দুইটি মেডিকেল টিম লংতিয়ান পাড়া ও এর আশপাশের এলাকায় ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে চিকিৎসা প্রদান করেন। কিন্তু এরপর ১৭ জুন ডায়রিয়ায় আক্রান্ত মেয়ের জামাইকে দেখতে গিয়ে এক দম্পতির মৃত্যু হয়। চলতি মাসের শেষ দিনে আরও একজনের মৃত্যুর ঘটনায় জুন মাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন।
মিশু দে/ শায়লা/ দীপ্ত সংবাদ