শুক্রবার হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সোমবার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীদের নিরাপদে পুণ্যভূমিতে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে। এ বছর বিমানের প্রি-হজের শেষ ফ্লাইট বিজি৩৩৫ গত ২২ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ২৬২ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার মাধ্যমে বিমানের প্রি-হজ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইট সম্মানিত হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে।
এদিকে হাজিদের সৌদিতে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে হাজিদের বহনকারী তিনটি এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।
আল/ দীপ্ত সংবাদ