নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুই দিনের সফরে গোপালগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
শনিবার (১ জুলাই) সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে আসার কথা রয়েছে। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় উৎসবের আমেজ দেখা গেছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারাও খুশি যে, প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। প্রিয় নেত্রীকে গোপালগঞ্জে স্বাগত জানাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারা।
টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে টুঙ্গিপাড়ার সমস্ত রাস্তাঘাটে ব্যানার–ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখানে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর সার্থক করতে প্রশাসনের সঙ্গে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ সার্বিকভাবে সহযোগিতা করছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের দেখভাল করেন। প্রধানমন্ত্রী নিজেও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ–খবর রাখেন। চলতি বছর একাধিকবার টুঙ্গিপাড়ায় সফরে এসেছেন তিনি।
জানা গেছে, সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাবেন। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং আলোচনা সভায় যোগ দেবেন। এদিন বিকালে কোটালীপাড়া থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন এবং সেখানেই রাত্রীযাপন করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন রবিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং আলোচনা সভায় যোগ দেবেন।
পরদিন সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ৪০টি গরু কোরবানি করবেন বলে জানা গেছে। এদিন বিকালে সড়কপথে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।