দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ শহিদ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃহৎ এই ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। আয়োজকদের দাবি, দুই লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন এই জামাতে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।
এ ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েত রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক–সামাজিক সংগঠনের নেতারা ঈদের নামাজে অংশ নেন।
আয়োজক কমিটির ব্যবস্থাপক ইকবাল রহিম এমপি বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরসহ আশেপাশের জেলাগুলো থেকে ২ লক্ষাধিক মুসল্লি গোর–এ শহিদ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার জন্য দোয়া ও মাগফেরার চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
সুলতান মাহমুদ/মাসউদ/দীপ্ত সংবাদ