মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। বৃহস্পতিবার (২৯ জুন) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ অর্থাৎ ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করবেন। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে বৃষ্টির কারণে ঈদের নামাজ খোলা মাঠে না হয়ে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টিতে আনন্দ কিছুটা ম্লান হলেও খুশি মনে সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছন মসজিদে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশি নিয়েই হাজির হয় ঈদ। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। আর কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। এ উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আফ/দীপ্ত নিউজ