ঈদ আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে বৈচিত্র্যময় আয়োজন রয়েছে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে–তে। এবারের ঈদে রয়েছে ২১টি নাটক ও ১৪টি সিনেমা। বর্ণাঢ্য এসব অনুষ্ঠান ঈদের ৭ দিন দর্শকদের মাতিয়ে রাখবে।
ঈদের সাত দিন সিনেমা, নাটক, গান, ওয়েব ফিল্ম ও বিশেষ অনুষ্ঠানের জমজমাট আয়োজন থাকছে দীপ্ত টিভি ও দীপ্ত প্লে–তে।
ঈদের দিন রাত আটটায় দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে তানজিন তিশা ও তৌসিফ মাহবুব অভিনীত বিশেষ নাটক ‘ফিফটি ফিফটি‘। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘কলঙ্ক‘। এতে অভিনয় করেছেন, মুশফিক আর ফারহান ও নুসরাত ইমরোজ তিশা।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শুভ–ঐশী জুটির পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার‘-এর। রাত আটটায় প্রচার হবে অপূর্ব–অর্ষার অভিনীত নাটক ‘একটা ভুল ও ফুলের গল্প‘। রাত ১০টা ৫ মিনিটে দেখা যাবে নাটক, ‘হাউ কাউ‘। এতে রয়েছেন, নিলয় ও হিমি।
ঈদের তৃতীয় দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ‘কাগজ‘ সিনেমার। এতে অভিনয় করেছেন ইমন, আইরিন ও মম। বিকাল ৪টায় দেখা যাবে দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ‘নিকষ‘। এতে অভিনয় করেছেন ফারিন, মাহিমা ও মীর নওফেল। সিনেমাটি এরই মধ্যে মুক্তি পেয়েছে দীপ্ত প্লে–তে।
এছাড়া রাত আটটায় দেখা যাবে, মোশাররফ করিম ও নিশাত প্রিয়ম অভিনীত নাটক ‘ভাগ্যরেখা‘। রাত ১০টা ৫ মিনিটে রয়েছে ফজলুর রহমান বাবু ও তৌসিফ মাহবুবের ‘বাবার বিরিয়ানি‘।
অপূর্ব–সারিকা জুটির নাটক ‘হ্যালো টিচার‘ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৫ মিনিটে। আর বাশার–সাদিয়া অভিনীত ‘প্রিয় লাইলি‘ দেখা যাবে ঈদের পঞ্চম দিন রাত ৮টায়।
এছাড়াও ঈদের সাতদিন দীপ্ত টিভিতে দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান‘।
জহিরুল মোহসান/মাসউদ দীপ্ত সংবাদ