আইসিসি ওয়ার্ল্ড কাপ–২০২৩ এর সূচি প্রকাশ করেছে আইসিসি। ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে মূল পর্বের বিশ্বকাপ।
মঙ্গলবার (২৭ জুন) ভারতের মুব্বাইতে আইসিসির এক ইভেন্টে এই সূচি প্রকাশ করে সংস্থাটি। সূচি অনুযায়ী ৭ অক্টোবর ভারতের ধর্মাশালা মাঠে বাংলাদেশের প্রথম খেলা আফগানিস্তানের বিপক্ষে। এরপর ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর খেলবে তামিম ইকবালের দল। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্বে টাইগারদের শেষ ম্যাচ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সূচি অনুযায়ী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেনে ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ভারতের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই মহা–আসরের ফাইনাল।
ইমাম/দীপ্ত নিউজ