বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে সভাস্থল। সোমবার (২৬ জুন) সকালে নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সারাদেশে গুমের শিকার হওয়ায় ব্যক্তিদ্বয়ের মা’দের নিয়ে সংগঠন ‘মায়ের ডাক’ ও অধিকার, ফেনী’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী শেখ আশিকু্ন্নবী সজীব।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি।
সভাকক্ষে আরও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক স্বদেশপত্র পত্রিকার সম্পাদক এন এন জীবন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভূইয়া, সাপ্তাহিক স্বদেশকন্ঠ পত্রিকার সম্পাদক নুর তানজিলা। মতবিনিময় সভায় সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা।
মানববন্ধনে রিপনের মা রৌশন আরা তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন কিন্তু আমার মত অভাগা মা দ্বারে দ্বারে ঘুরে ৯ বছরও মেলেনি বিচার। ৯ বছর আগে আমার ছেলেকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হদিস পায়নি ছেলের।’
ছেলেকে ফেরত দেওয়াসহ আর কোন ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।
এসএল/ দীপ্ত নিউজ