ঢাকার আশুলিয়ায় তিন কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বাসা–বাড়িতে নেওয়া প্রায় ৪০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে আশুলিয়া তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি।
রবিবার (২৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার গোরাট ও ধনাইদ এলাকার অবৈধ সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানায়, গোরাট ও ধনাইদ এলাকার তিন কিলোমিটারের ভেতরে প্রায় ৪শত অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাওয়ায় সব গুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে।
সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখতে পাওয়া যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা–বাড়িতে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে।দুই ইঞ্চি,এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুকিপূর্ণ। আজকের এই অভিযানে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বর্তমানে নির্দেশনা রয়েছে কোথাও এক ইঞ্চি পরিমানে অবৈধ সংযোগ থাকলে তা বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হবে। কিছু দুষ্কৃতিকারিরা রাতে অবৈধ সংযোগগুলো দিচ্ছে।
এম এ হালিম / আল /দীপ্ত সংবাদ