মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঐক্যবদ্ধের আহবান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

শনিবার (২৪ জুন) বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা লীগের সভাপতি লায়লা পারভীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সহসভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনে নেতৃবৃন্দ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস।

 

কবির হোসাইন /আল /দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More