জাতীয় নির্বাচন সামনে রেখে, রাজনীতিতে আবারও আলোচনায় ‘আন্তর্জাতিক‘ হস্তক্ষেপের বিষয়। সরকারপ্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠেও, এর নানা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশে বিভাজনের রাজনীতির কারণে সুযোগ পায় ‘বিদেশীরা‘।
গত বুধবার (২১ জুন) সংবাদ সম্মলনে এমন বক্তব্যের পর, শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও, দেশের বিরুদ্ধে চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সম্পদ বিক্রি করার মতো বাপের মেয়ে আমি নই।‘
প্রতিবার জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে এমন প্রসঙ্গ উঠে আসে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদের মতে, ভিসানীতিসহ নানাভাবে বাংলাদেশের নির্বাচনে প্রভাব খাটাতে চায় যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘বিভাজন‘, হস্তক্ষেপের সুযোগ তৈরি করে।
তাদের মতে, ভূরাজনৈতিক কারণে সবসময় গুরুত্বপূর্ণ বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বিভিন্ন শক্তিধর দেশ, প্রভাব বিস্তার করতে চায়। আর বাংলাদেশও কৌশলগত সম্পর্ক দিয়ে, সবার সাথেই বন্ধুত্ব অটুট রেখেছে।
আল /দীপ্ত সংবাদ