দুপুর ১ টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেই সাথে থাকতে পারে মাঝারী বর্ষণ/ বজ্রসহ বৃষ্টি। শুক্রবার(২৩ জুন) এক আবহাওয়া বার্তায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশের তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজকের সূর্যোদয়ের সময় ৫:১২ পূর্বাহ্ন এবং আজকের সূর্যাস্তের সময় ৬:৫০ অপরাহ্ন।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ণ/ দীপ্ত সংবাদ