রিও ডি জেনেরিওতে একটি বিলাসবহুল বাড়ি বানাচ্ছিলেন নেইমার। কাজ অনেকদূর পর্যন্ত হয়ে গেলেও শেষ মুহূর্তে এসে সেই বাড়ির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে বাড়িটির কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
আইন ভঙ্গ করা এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল বাড়ি বানানোর কারণে নেইমার ও তার বাবাকে আইনি নোটিশও পাঠানো হয়েছে।
এ ঘটনায় রিও ডি জেনিরোর মেয়র অফিস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত নেইমারের বিলাসবহুল বাড়িতে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় তারা টের পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে তারা দেখিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এখানে নদীর পানি ব্যবহার করা হচ্ছে। শুধু তা–ই নয়, নদীর পানির প্রবাহ পরিবর্তন করা হচ্ছে এবং সৈকতের বালিও অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অনুমতি ছাড়া মাটি খনন এবং শিলা–পাথর সরানো হয়েছে।
অভিযোগগুলো এখন মূল্যায়ন করছে মেয়র অফিস। সঠিকভাবে সেগুলোকে মূল্যায়ন করে জরিমানা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে অর্থদণ্ড এক মিলিয়ন ডলারের কম হবে না বলেও জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ণ/দীপ্ত সংবাদ