ঢাকার সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভাবগ্রস্থ ও নেশাগ্রস্তদের প্রলুব্ধ করে বাসায় নিয়ে অজ্ঞান করে শরীর থেকে রক্ত বের করে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ১ বছরের সাজা প্রদান করেছে নির্বাহী হাকিম ।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইসমাইল হোসেন।
এর আগে, বুধবার গভীর রাতে সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।পরে নির্বাহী হাকিম আটক ব্যক্তিকে ১ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেন।আটক আবদুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার মৃত ইন্তাজ আলীর ছেলে।তিনি সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় ভাড়া থেকে প্রায় ১ বছর যাবত রক্ত সংগ্রহ করে বিক্রি করেছেন।
উপজেলা প্রশাসন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাভারের থানা রোডে অভাব গ্রস্তদের কৌশলে বাসায় ডেকে নিয়ে অজ্ঞান করতো জলিল।পরে পূর্ব অভিজ্ঞতার আলোকে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি করতেন তিনি।
এমন তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তার সংগ্রহে থাকা ১০ ব্যাগ রক্ত ও রক্ত সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।পরে আটক ব্যক্তিকে ১ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সকালে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেলখানায় প্রেরণ করা হয়েছে।
এম এ হালিম / আল /দীপ্ত সংবাদ