পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগচর্চা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) ভোর ৬টায় রাঙামাটি ইয়োগা টেকনিক্যাল এসোসিয়েশন ও কুয়ামটাম ফাউন্ডেশন যৌথভাবে রাঙামাটি শিশু একাডেমি প্রাঙ্গণে এই যোগচর্চার আয়োজন করে।
অনুষ্ঠানে রাঙামাটি ইয়োগা টেকনিক্যাল এসোসিয়েশনের সভাপতি দীপন কুমার ঘোষ এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত উপ–সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, অবসর প্রাপ্ত জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দীন, সংগীত প্রশিক্ষক মনোজ বাহাদুর প্রমুখ।
যোগচর্চা অনুষ্ঠানে প্রশিক্ষক দীপন কুমার ঘোষ ও ত্রিসরণ চাকমা বিভিন্ন প্রকার যোগ প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ, জেলা স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ধত্তণ কর্মকর্তা ও পাহাড়ের যোগচর্চাকারীরা অংশগ্রহণ করেন।
মিশু দে/আফ/দীপ্ত নিউজ