খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা কমিটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, সহ–সভাপতি আমিনুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক শরীফা খাতুন, সদস্য হাবিবুর রহমান, এইড ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নায়ের হাসান সোহাগসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, প্রত্যেকটি মানুষের নিরাপদ, পুষ্টিকর খাদ্য অধিকার নিশ্চিত, দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে মূল্য কমিশন গঠন, কৃষকের উৎপাদিত ধান ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদাণ, আঠা ডাল তৈলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক ও খাদ্য পণ্যের বরাদ্দ বৃদ্ধির দাবী জানান।
সেই সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর নির্বাচনে দূণীতি বন্ধ করারও দাবী জানান।
শাহরিয়ার আলম/ আল /দীপ্ত সংবাদ