দেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছানোর পর এ পর্যন্ত ২৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকালে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য তুলে ধরেছে হজ সম্পর্কিত বুলেটিন। সবশেষে মো. আবদুল আজিজ (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সোমবার মধ্যরাত রাত ১টা ৫৯ মিনিটে ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন।
এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪৭৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ।
এদিকে এখন পর্যন্ত ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবদুল আজিজ (৫৩)।
সৌদি আরবে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।
আফ/দীপ্ত নিউজ