রুটি বানানোর পিড়িতে অভিনব পদ্ধতিতে ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবা নিয়ে র্যাবের হাতে আটক দুইজন। রবিবার (১৮ জুন) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩১ লাখ টাকা।
আটককৃত ব্যাক্তিরা হলেন– কক্সবাজারের টেকনাফ উপজেলার পানখালী গ্রামের নূর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (২৩) ও উত্তর নয়াপাড়া গ্রামের মো. ইব্রাহিম এর স্ত্রী মনোয়ারা বেগম (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালায় র্যাব। কতিপয় মাদক কারবারী র্যাবের উপস্থিতি টের পেলে ইয়াবাসহ এক পুরুষ ও এক নারী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে।
তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে প্লাস্টিকের বস্তায় রাখা রুটি বানানো পিড়ির ভেতর ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে রাখা সর্বমোট ১০ হাজায় ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে সুকৌশলে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ফেনী, কুমিল্লাসহ আশেপাশের বিভিন্ন জেলার মাদক কারবাবী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে তারা।
র্যাব অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা ও উদ্ধারকৃত ইয়াবা সোমবার (১৯ জুন) আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ