শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

ঝিনাইদহে গরু খামারীদের পাশে দাাঁড়ালো এফএনএফ ফার্মা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গরুর ক্ষুরা রোগ থেকে বাঁচাতে খামারীদের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রবিবার (১৮ জুন) বিকেলে ১ হাজার ক্ষুরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মখলেছুল ইসলাম।

ঝিনাইদহ প্রাণীসম্পদ অফিসের তত্ত্বাবধানে ক্ষুরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন তুলে দেয়া হয় বাংলাদেশের ডেইরি আইকন আম্বিয়া খাতুন লাকির হাতে। সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার মন্ডল, এলইউভি তারেক মুছা, এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বায়োলজিক্যাল ম্যানেজার কোহিনুর পারভীন, ডিএলএস মন্জুরুল ইকবালসহ অন্যান্যরা ।

ডেইরি আইকন আম্বিয়া খাতুন লাকি বলেন, ‘আমরা যারা গরু খামারীরা রয়েছি তারা পশুর ক্ষুরা রোগ নিয়ে খুব চিন্তায় থাকি। এ ধরনের উদ্যক অবশ্যই প্রশংসনীয়।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার সরকার বলেন, ‘পশুর ক্ষুরা রোগ খুবই বিপদজ্জনক একটি রোগ। এ রোগ থেকে বাঁচতে ভ্যাকসিনের কোন বিকল্প নেই। সঠিক সময়ে যদি পশুকে ভ্যাকসিন প্রদান করা যায় তবে চিন্তার কোন কারণ নেই।

এফএনএফ ফার্মার এমডি মখলেছুল ইসলাম জানান, ‘আমাদের এ প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি হয়েছে। দীর্ঘসময় পথচলায় খামারীরাই আমাদের পাশে থেকেছে। তাদের জন্য কিছু করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা সবসময় সচেষ্ট আছি তারা যেন স্বল্প মূল্যে ভ্যাকসিন পেতে পারে। সেজন্যে আমরা সর্বদা সবধরনের ভ্যাকসিনের দাম খামারীদের নাগালের মধ্যে রাখি।

 

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More