বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে সোমবার (১৯ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বাদ মাগরিব সন্ধ্যা সোয়া ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে রবিবার (১৮ জুন)। আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ২৮ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।
এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রবিবার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেয়া দেশের তালিকা প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়েছে, রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করেছে। এছাড়া দক্ষিণ–পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাই ও ইন্দোনেশিয়ার আকাশেও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় একইদিন ঈদুল আজহা পালিত হবে।
আফ/দীপ্ত নিউজ