প্রায় ৩২ বছরের সাজা শেষে রবিবার (১৮ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান ভুঁইয়া। কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের নানা অভিজ্ঞতা সম্পর্কে জানান তিনি।
এসময় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাই অনুরোধ করেছিলেন- মৃত্যুর পর যেন তার কোনো ছবি না তোলা হয়।‘
সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ছিলেন একজন সন্ত্রাসবাদী। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা কমিটির প্রধান ছিলেন। ২০০৭ সালের ৩০ মার্চ বোমা হামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত এই জেএমবি নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইমাম/দীপ্ত নিউজ